পঞ্চগড় বোদা ভাসাই নগর কেন্দ্রীয় গোরস্থান থেকে শনিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে ৪টি কবর খুরে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
চুরি হওয়া কঙ্কাল গুলো ১. মৃতঃ মোছাঃ কুমিলা খাতুন ২.মৃতঃ মোছাঃ আলেয়া ৩. মৃতঃ মোছাঃআকালি ৪. মৃতঃ মোঃ গনি।
মাহাবুব হাসান সবুজ জানান সকাল বেলা ঘুম থেকে উঠে আমি জানতে পারি কঙ্কাল চুরির কথা। কবরস্থানে গিয়ে দেখি ঘটনা সত্য তিনি বলেন ৪টি কবর খুরে কঙ্কাল চুরি করে। কবরস্থার থেকে আমার দাদি মৃতঃ মোছাঃ কুমিলা খাতুন কবরের কঙ্কাল চুরি করেছে।
কিছুদিন আগে বোদা চন্দন বাড়ি কবরস্থান থেকে মঙ্গলবার (২৪ জানুয়ারি ) মধ্যরাতে ১২ টি কবর খুরে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
সরোজমিনে গিয়ে দেখা যায় ৪ টি কঙ্কাল চুরি হয়েছে এতে এলাকা বাসি দের সাথে কথা বললে তিনারা বলেন এ বিষয়ে প্রশাসনিক ব্যাবস্তা না নিলে এমন ঘটনা ঘটবেই।
পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ আল সুমন
পঞ্চগড় বোদা ভাসাই নগর গোরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি!
৩০ জানুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
