দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ চলছে। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ।
শনিবার (২৯ জানুয়ারি) বিকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঠাকুুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক এর আয়োজনে শীতবস্ত্র উপহার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবু তাহের শামসুজাম্মান।
উন্দিয়ার মতো শীতের কষ্টে থাকা শতাধিক মানুষের চোখেমুখে কম্বল পেয়ে হাসির ঝিলিক ফুটেছে। কেউ লাঠিতে ভর করে, কেউবা হেঁটে এসেছিলেন কম্বল নিতে। কম্বল হাতে পেয়ে যেন কারও চোখের কোণে আনন্দের জল, কারও মুখে রাতভর আরামে ঘুমানোর খুশি।
কম্বল নিতে এসেছিলেন বাকুন্দা গ্রামের ললিতা (৭০)। ভাঙাচোরা ঘরে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে রাত্রি যাপন করেন। কম্বল হাতে পেয়ে হাউমাউ করে কেঁদে বলেন, ‘একনা কম্বলের জন্যে মেলাজনের কাছোত হাত পাতছুং, কায়ও দেয় নাই। গরম কাপড়ের জন্যে রাইতোত নিন (ঘুম) যাবার পাও নাই। এই কম্বলকোনা গাওত দিয়া ঠান্ডা থাকি বাঁচিম। তোমার তকনে দোয়া করিম।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন আকাশ