মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও রচনা প্রতিযোগিতা–২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ই মার্চ) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, সঙ্গীত ও রচনা প্রতিযোগিতা।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. ফাতেমা মনছুরা, সহকারী শিক্ষক মো. জাবেদুল ইসলাম সানবীম, যোগেন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষিকা মালা জেসমিন, মাসুমা আক্তার, তাসলিমা বেগম, ফাতেমা আক্তার রুমা প্রমূখ।