নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির নতুন ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা মার্চ) সকালে ডোমার মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। এতে সভাপতিত্ব করেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির ছাত্রী হুমায়রা আহমেদ টুকু’র উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য নুরুল ইসলাম বিএসসি, হরেন্দ্রনাথ শীল, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও ডোমার নাট্য সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন, অভিভাবক প্রতিনিধি রবিউল ইসলাম, মো. এন্তাজুল হক এন্তা প্রমুখ।
নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী আমিনা খাতুন সুবর্না ও তিয়াশা রায়। সেই মানপত্রটি নবাগত একাদশ শ্রেণির সকলের পক্ষে ছাত্রী সাকিয়া শারমিন।
অনুষ্ঠানে ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, এলাকার মেয়েদের শিক্ষিত করে তোলার জন্য অত্র শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখান থেকে শিক্ষা অর্জন করে ছাত্রীরা যাতে ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, এজন্য শিক্ষকদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ
ডোমার মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
৩ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
