নড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস -২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে র্যালিটি জেলা নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিনন্নন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা নির্বাচন অফিসার মোঃ আবুল হোসেনের সভাপতিত্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, নড়াইল এন এস আই এর উপপরিচালক মোঃ মিজানুর রহমান প্রমূখ।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
নড়াইলে জাতীয় ভোটার দিবস পালিত
২ মার্চ, ২০২২, ৩ years আগে, : 0
