‘ফাগুনের নবীন আনন্দে, গান খানি গাঁথিলাম ছন্দে’–এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘বসন্ত বরণ–১৪২৮’, বাংলাদেশ ধ্রুব পরিষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের সনদ প্রদান এবং চারদিন ব্যাপী নৃত্য কর্মশালার সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫শে ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় ডোমার নাট্য সমিতি মঞ্চে ঐতিহ্যবাহী ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা। এতে সভাপতিত্ব করেন—ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মো. মিজানুর রহমান সোহাগ।
ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক পরশ কুমার চন্দ’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন রহমান, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও ডোমার নাট্য সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন, জনতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ডেইজি নাজনীন মাশরাফি, দেবীগঞ্জ কলেজের প্রভাষক কবি ও লেখক আব্দুর রউফ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাবেদুল ইসলাম সানবীম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশেদ, সাংবাদিক রওশন রশিদ, সাংবাদিক মো. আনিছুর রহমান মানিক প্রমূখ।
বসন্ত বরণ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের শিশু কুশীলবদের পরিবেশনায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয় ডোমারের সংস্কৃতি প্রেমী মানুষেরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বাংলাদেশ ধ্রুব পরিষদের সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে চারদিন ব্যাপী নৃত্য কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
পত্রিকা একাত্তর/রিশাদ
ডোমারে ‘বসন্ত বরণ–১৪২৮’ অনুষ্ঠিত
২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
