আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস–২০২২ উপলক্ষ্যে ডোমার মহিলা ডিগ্রী কলেজ স্থ শহীদ মিনার উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২১শে ফেব্রুয়ারী) সকালে ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার নাট্য সমিতির সাধারণ সম্পাদক ও ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য নুরল ইসলাম বিএসসি, সাবেক উপাধ্যক্ষ শাহজাহান সরকার বুলু, ডোমার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিউদ্দিন আহমেদ, আবু ফাত্তাহ্ কামাল পাখি, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
উদ্বোধন শেষে নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ ও কলেজ কর্তৃপক্ষ। এরপর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ
ডোমার মহিলা ডিগ্রী কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও শহীদ দিবস পালিত
২১ ফেব্রুয়ারী, ২০২২, ৩ years আগে, : 0
