সোমবার (২১শে ফেব্রুয়ারী) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী। এতে সভাপতিত্ব করেন—শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন—শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক মো. আল-আমিন রহমান, নীলশতদল খেলাঘর আসরের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, পাঠাগারের আজীবন সদস্য ও উদীয়মান তরুণ সমাজসেবক মো. মিজানুর রহমান সোহাগ, পাঠাগারের সহ-সভাপতি মো. হাফিজুর রহমান মন্ত্রী প্রমুখ নেতৃবৃন্দ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রচনা, চিত্রাংকন, বই পড়া, নৃত্য, সঙ্গীত সহ বেশ কয়েকটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতার অংশগ্রহণকারী ও বিচারক মণ্ডলীকে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
পত্রিকা একাত্তর/রিশাদ
পত্রিকা একাত্তর/রিশাদ