সোমবার (২১শে ফেব্রুয়ারী) প্রথম প্রহরে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক মো. আল-আমিন রহমান’র নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন—‘শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার’ এর আজীবন সদস্য ও বীর শহীদ মুক্তিযোদ্ধার দৌহিত্র মো. সাখাওয়াত আমিন সৈকত, শাহরিয়ার আমিন সাগর, আজমির রহমান রিশাদ, সাইফুল আমিন সূর্য প্রমুখ।
উল্লেখ্য, পাঠাগারটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। যা মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগ্রহশালা হিসেবে কাজ করে আসছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন, সামাজিক কর্মকাণ্ড ছাড়াও এলাকার সকলকে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে পাঠাগারের সুবিধা প্রদান করে আসছে।
পত্রিকা একাত্তর/রিশাদ
পত্রিকা একাত্তর/রিশাদ